বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
গাজীপুর প্রতিনিধিঃ
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস)গাজীপুর জেলা কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির হল রুমে । সৈনিক সফিকুল ইসলাম(অবঃ) এর সঞ্চালনায় ও লান্স কর্পোরাল শফিকুল ইসলাম, সভাপতি অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (অসকস)গাজীপুর জেলা শাখার সভাপতিত্বে, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল অধ্যাপক ডাঃ আজিজুল ইসলাম (অবঃ )।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ মতিয়র রহমান(অবঃ) প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (অসকস) কেন্দ্রীয় কমিটির সভাপতি সার্জেন্ট মোঃ হুমায়ুন কবির(অবঃ)কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ একরামুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট মোঃ কাইয়ুম মিয়া, ওয়ারেন্ট অফিসার মোঃ সিরাজুল ইসলাম ,টাঙ্গাইল জেলার সভাপতি ল্যাঃ কর্পোরাল আবু বক্কর সিদ্দিক, ময়মনসিংহ জেলার সভাপতি সার্জেন্ট আব্দুস সালাম,কেন্দ্রীয় কমিটি মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সার্জেন্ট লোকমান হোসেন ধামরাই উপজেলা সভাপতি সার্জেন্ট মোঃ আব্দুল আলীম সহ বিভিন্ন উপজেলা কার্যনির্বাহী কমিটি সদস্য ও সাধারন সদস্যগণ।
প্রধান আলোচক সার্জেন্ট হুমায়ুন কবির তার বক্তৃতায় বলেন সারা বাংলাদেশে একটি মাত্র সংগঠন করতে হবে তাহলে আমাদের সকলের কাঙ্খিত দাবি আদায়ের জন্য সহজ হবে। এতে যেই সহযোদ্ধাগনের ভোটে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক হবেন আমাদের সংগঠন তার সাথে একাত্মতা প্রকাশ করবে।
কেউ কেউ ১০/২০ জন সৈনিকদের নিয়ে শুধু মাত্র পদ পদবীর জন্য সংগঠন করে বসে আছে, কেউ কেউ বিভিন্ন চাকুরী করে সংগঠনের সভাপতি হয়ে বসে আছে।
ফেসবুক সভাপতি হয়ে কোন লাভ নেই। সভাপতি হতে হলে মাঠে ঘাটে নেমে কাজ করতে হবে। সৈনিকদের কল্যাণে সব সময় সব জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। কারণ আমার চাওয়া সৈনিকদের কল্যাণ তার মধ্যে রেশনের দাবি প্রত্যেককে রেশন দিতে হবে রেশন না পারলে জনপ্রতি ন্যূনতম তিন হাজার টাকা করে প্রদান করতে হবে।
সৈনিকদের স্ত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও সৈনিকের পরিবার, সন্তান ও বাবা মাদের স্বল্পমূল্যে চিকিৎসা প্রদান, জেলা ও উপজেলায় ডিওএইচএসের ন্যায় আবাসন সুবিধা প্রদান, সব জেলায় অবসরপ্রাপ্তদের সুচিকিৎসার জন্য হাসপাতাল স্থাপন করাতে হবে, সব জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবসরপ্রাপ্তদের অফিসের রুম বরাদ্দ করতে হবে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবসরপ্রাপ্ত সৈনিকদের অফিসার, জেসিও ,ও অন্যান্য পদবীর সৈনিকদের জন্য ২০% কোটা সৃষ্টি করতে হবে ।
প্রধান অতিথি মেজর জেনারেল অধ্যাপক ডাক্তার আজিজুল ইসলাম(অবঃ) বলেন অত্যন্ত মনোযোগ সহকারে বক্তব্য শুনেছি এবং তিনি আরো বলেন সারা দেশে ক্যান্সার থেকে বেঁচে থাকার উপায় নিয়ে তিনি কাজ করবেন বলে সকলকে অবহিত করেন। তিনি আরো বলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সৈনিকদের বিভিন্ন মৌলিক দাবি আদায়ের জন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করা এখন সময়ের ব্যাপার।
তিনি সৈনিকদের তার পরিবারের সুচিকিৎসা সহ বিভিন্ন দাবি দেবার কথা শুনেছি। উক্ত বিষয়াদি নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবেএবং অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংগঠনকে আরো গতিশীল করার জন্য সকলকে নির্দেশ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ৩০০ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।