আগামী ২ এপ্রিল লালমাই হরিশ্চর হাই স্কুল এন্ড কলেজের ৪র্থ পুনর্মিলনী
লালমাই প্রতিনিধিঃ
লালমাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের ৪র্থ পুনর্মিলনী আগামী বুধবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠানটির হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইলিয়াস কাঞ্চন।
প্রস্তুুতি কমিটির সদস্য সচিব ডাঃ সালেহ আহম্মদ এবং নজরুল ইসলাম এর সঞ্চালনায় সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পুনর্মিলনীর চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়। পূর্ণমিলনী সফল করার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল বারী (১৯৬৭ ব্যাচ)। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পিনাকী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মুনিরুল ইসলাম (১৯৭৫ ব্যাচ)। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মাহবুবুল আলম খোকন এবং আমান উল্লাহ আমান। সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইলিয়াস কাঞ্চন (১৯৮৫ ব্যাচ)।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন সহ-সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার কামাল (১৯৮৮), আসাদুজ্জামান সাগর (১৯৮৯), হোসেন মুহম্মদ দুলাল (১৯৯০), মিজানুর রহমান (১৯৯২), মোঃ শাহ আলম (১৯৯৭), লোকমান হোসেন (১৯৯৭), অর্থ সম্পাদক ডাঃ সালেহ আহমদ (১৯৮৮), প্রকাশনা বিষয়ক সম্পাদক মুহম্মদ নজরুল ইসলাম (১৯৯৯), সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান শাহীন (১৯৯৯), এবং সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমেদ সোহেল।
অর্থ উপকমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন আবুল খায়ের (১৯৮৯), কামরুল হাসান (২০০২) এবং সামাদ উদ্দিন (২০০৮)।
রেজিস্ট্রেশন কমিটির আহ্বায়ক মাহবুবুল আলম খোকন (১৯৮১)। ঢাকা অঞ্চলের দায়িত্বে থাকবেন আহসান হাবীব (২০০৬), চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বে ডাঃ আশিকুর রহমান এবং কুমিল্লা অঞ্চলের দায়িত্বে শাহাদাত হোসেন মাসুদ ও ডাঃ শামীম ইকবাল।
এসএসসি ও এইচএসসি প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ব্যাচভিত্তিক নির্ধারণ করা হয়েছে। ১৯৫২ থেকে ১৯৭১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য অংশগ্রহণ বিনামূল্যে, ১৯৭২ থেকে ১৯৮০ ব্যাচের জন্য ৫০০ টাকা, ১৯৮১ থেকে ২০০০ ব্যাচের জন্য ২০০০ টাকা, ২০০১ থেকে ২০১৫ ব্যাচের জন্য ১০০০ টাকা, ২০১৬ থেকে ২০২৩ ব্যাচের জন্য ৫০০ টাকা এবং ২০২৪ সালের শিক্ষার্থীদের জন্য ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার পর্যন্ত।
প্রস্তুতি সভায় প্রায় দুই শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আবদুল বারী, জাফর ইকবাল, ডাঃ মোতাহের হোসেন জুয়েল, মুহম্মদ আবুল খায়ের, মুহম্মদ রুস্তম আলী, মুহম্মদ হানিফ, মিজানুর রহমান, বিপুল কান্তি সাহা, প্রকৌশলী মুনীর আহম্মদ, মুহম্মদ দেলোয়ার হোসেন, আব্দুল হাই, মুহম্মদ, সাইফুল ইসলাম,ফারুক হোসেন বাবুল, শামিম ইকবাল, আনিছুর রহমান সোহেল,মুহম্মদ নজরুল ইসলাম, মোঃ সামসুদ্দিন, এডঃ আরিফুর রহমান, মোঃ মহিন উদ্দিন, আহসান হাবিব, ডাঃ তানভীর আহমেদ, নৃপেন্দ্র কুমার সিংহ, ওসমান গনি মুন্না এবং আরিফুর রহমান প্রমুখ।
প্রাক্তন ছাত্রছাত্রীদের এই পুনর্মিলনী অনুষ্ঠান প্রজন্ম থেকে প্রজন্মে একতা ও সংযোগ স্থাপনে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
https://www.songbadtoday.com/%e0%a6%9a%e0%a7%8c%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae/
Post Views: ৫৩