শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শেখ নজরুল ইসলাম, সাভারঃ
আজ ৩০ নভেম্বর ২০২৩ রোজ বৃহস্প্রতিবার ঢাকা-১৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাভার থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।
সাইফুল বিপুল সংখ্যক নেতা কর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আজ সকালে সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের নিকট এই মনোনয়ন পত্র জমা দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তিগত প্রভাব খাটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূর্ণাম যেন কেউ না করেন সে দিকে সকলকে সতর্ক থাকার আহবান জানান।
তিনি সরকারের তরফ থেকেও নির্বাচনকে প্রভাবিত না করার নির্দশনা প্রত্যাশা করেন।
সাভারের জনগণের কাছে ওয়াদা কি এমন প্রশ্নের জবাবে জনাব সাইফুল বলেন, সাভারের প্রতিটি রাস্তা ৮সিসি ঢালাই হবে, নীরব চাঁদাবাজি বন্ধ হবে এবং মাদক সহ সকল অসাসাজিক কাজ বন্ধ হয়ে যাবে বলে তিনি ওয়াদা করেন।
আওয়ামীলীগ নেতা কর্মী ও সন্মানিত ভোটারগণ দ্বিধান্বিত নয় এবং তারা সঠিক সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছেন বলে তিনি বিজয়ের ব্যাপারে ১০০ ভাগ নিশ্চিত বলে’ আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়ন পত্র জমাদান কালে তার সাথে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন চেয়ারম্যান সুমন ভুইয়া প্রমুখ।