বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড় প্রতিনিধিঃ
স্বাধীনতার পর এই প্রথম পঞ্চগড়ে প্রকাশ্যে জামায়াতের বিশাল জনসভা। তাই তো আনন্দ উচ্ছাস নেতা-কর্মীদের মাঝে।
বুধবাব (২৬ ফেব্রুয়ারী) সকাল থেকে ব্যানার ফেসটুনসহ সহ খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীদের গন্তব্য ছিলো পঞ্চগড় চিনিকল মাঠ।
জনসভা শুরুর আগেই কানায় কানায় ভরে যায় চিনিকল মাঠ।
বুধবার সকালে চিনিকল মাঠে জেলা জামায়াতের আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মুসলমান ভাইবোনদেরকে বলি অন্য ধর্মের ভাইবোনদেরকে কষ্ট দিবেন না। আমরা এটাকে ঘৃনা করি। যারা ম্যাজোরিটি, মাইনোরটির জিকির তুলে ছিলেন। আমি আল্লহর উপর ভরসা করে বলছি তারা যাদেরকে মাইনোরটি বলতেন এই ভাই বোনদের সম্পদ ও ইজ্জত তাদের জীবনের উপর সব চাইতে ক্ষতিসাধন করেছে তারা।
যৌথ উদ্যোগে ১৯৭২ সালের ১০ জানুয়ারি থেকে আজকের দিন ২৬শে ফেব্রুয়ারী পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এরকম সবকিছুর অনুসন্ধান করে তার স্বেতপত্র প্রকাশ হওয়া দরকার। তাহলে জনগন জানতে পারবেন।
তিনি আরো বলেন, আসুন বাংলাদেশ টাকে অন্য ভাবে গড়ে তুলি।
দীর্ঘ ৫৪ বছরে যত জনজাল সব শেষ করে দিয়ে আমরা যেন এমন একটি বাংলাদেশের নাগরিক হতে পারি দেশে কিংবা প্রবাসে সবত্রই বলতে পারি আমি গর্বিত আমি বাংলাদেশের নাগরিক।
তিনি আরো বলেন, পঞ্চগড় বাসির প্রতি আমার অনুরোধ বাংলদেশ জামায়তে ইসলামী যতক্ষুন ন্যায়ের উপর মানবতা কল্যাণে সত্যের পথে আপনারা আমরা আপনাদের ভালবাসার কাঙ্গাল। একটু ভালবাসা আসা করতে পারি। ভালবাসা যখন দিবেন তখন সমর্থন একটু সহযোগিতা লাগবে।
আপনাদের পাশে চাইব দেশ গড়ার কাজে, আপনাদেরকে সাথে চাইব দেশ গড়ার কাজে এবং আপনাদের বুকে বিছানায় একটু জায়গা চাইব।
ওই জায়গাটা পেয়ে গেলে আমারা কথা দিচ্ছি ইনশা-আল্লাহ মানবিক বাংলাদেশ আপনাদের সাথে নিয়ে আমরা গড়ে তুলবো।
পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মাহবুবুর রহমান বেলাল, জাগপার সভাপতি তাসমিয়া প্রধান সহ স্থানীয় নেতা কর্মীরা।