শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুরঃ
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনকে অবিলম্বে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুরের রায়পুরে ৫’শ তাওহিদি জনতা।
বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় শহরের প্রধান সড়ক হয়ে নতুনবাজার এলাকা ঘুরে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে করেন শিবিরের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা।
এ সময় শিবিরের শিক্ষার্থীরা, ‘নিষিদ্ধ ইসকন নিষিদ্ধ’, ‘আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই’, ‘ইসকনের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আমার ভাই মরলো কেনো প্রশাসন জবাব চাই’ স্লোগান দিতে থাকে।
রায়পুর উপজেলা শিবিরের সহসভাপতি আবদুল মোতালেব বলেন, বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কিছুদিন যাবৎ চক্রান্ত করে যাচ্ছে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। তারই প্রতিচ্ছবি চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের নৃশংস হত্যাকাণ্ড।
এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইন অনুযায়ী শান্তি নিশ্চিত করতে হবে। ছাত্র সমন্বয়ক জেবায়ের হোসেন বলেন, ভারত আমাদের সার্বভৌমত্বকে ভেঙে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে। ইসকন তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। আমরা চাই ইসকনকে নিষিদ্ধ করা হোক। সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে জড়িতের গ্রেপ্তার করা হোক।
এ সময় সামাজিক সংগঠক নাছির আল ইমরান, ফয়েজ খান ও মোঃ রায়হান বলেন, দীর্ঘদিন যাবৎ ভারতের মদতে এদেশের হিন্দুত্ববাদী সংগঠন ইসকন অখণ্ড ভারত করার দিবাস্বপ্ন দেখে যাচ্ছে। আমাদের স্বাধীন সার্বভৌম দেশে এই ইসকন বিভিন্ন সময় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চেয়েছে আজও করছে।
গত পাঁচ আগস্টে পরাজিত শক্তি ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন আদালত চত্বরেই এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করে। আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক তা আমরা চাই না। অবিলম্বে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের আইনের আওতায় বিচার করার জোর দাবি জানাই।