বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ এমদাদুল হক, জামালপুরঃ
জামালপুরের ইসলামপুরে ২০ বোতল বিদেশি মদসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে ইসলামপুর থানা পুলিশের চৌকস একটি দল।
২৮ মে,বুধবার রাতে পলবান্ধা ইউনিয়নের চৌরাস্তা পাকা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামের নহল উদ্দিনের ছেলে আকাশ মিয়া (১৯) ও মনু মিয়ার ছেলে সজীব মিয়া(১৯)।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌকস একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। তল্লাশি করে তাদের কাছ থেকে ২০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাদের কোর্টে প্রেরণ করা হয়।