সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ এমদাদুল হক, জামালপুরঃ
জামালপুরের ইসলামপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন পালিত হয়েছে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ফজলুল হক মনি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী শেখ পরিবারে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ঘাতকের দল ।
তিনি একাধারে রাজনীতিবিদ, লেখক, সাহিত্যিক এবং সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। ঢাকার নবকুমার স্কুল থেকে ১৯৫৬ সালে এসএসসি, জগন্নাথ কলেজ থেকে ১৯৫৮ সালে এইচএসসি, বরিশাল ব্রজমোহন কলেজ থেকে ১৯৬০ বিএ এবং ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ও আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন।
উপজেলা যুবলীগ আয়োজিত সভাপতি শেখ মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোহন মিয়ার তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুস ছালাম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক সরকার, ছাত্রলীগ সভাপতি নুরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন ও পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুল্লাহ আকাশসহ অনেকে।
শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন উপলক্ষে সকালে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মসজিদে দোয়া, মিলাদ মাহফিল ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।