রবিবার , ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোহাইমিনুল ইসলাম, উলিপুরঃ
কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক কলহের জেরে আয়নাল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ঠাঁকুরবাড়ি এলাকায়। নিহত আয়নাল হোসেন পাইকপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের দ্বিতীয় পুত্র ছিলেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আয়নাল হোসেনের মরদেহ দেখতে পায় তার স্বজনরা।
পরে তারা পুলিশকে খবর দেয়। স্থানীয়রা জানান , নিহত আয়নাল হোসেন দীর্ঘদিন থেকে সেখানে ১ম স্ত্রী শাহজাদী সহ বসবাস করে আসছিলো।
পরে তার ১ম স্ত্রীর সাথে ডিভোর্স হলে সাতদরগাহ এলাকার লিপি বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
২য় বিবাহের পর থেকেই ১ম স্ত্রী ও তার ছেলেদের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলছিলো। এই বিরোধ ও অভিমানের জেরে তিনি রাত ৪ টার দিকে বাড়ীর পাশের একটি গাছে ফাসিতে ঝুলে আত্মহত্যা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের মাতাম চলছে।
এ ঘটনায় উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
যারা শহীদ হয়েছেন তারাই অভ্যুথানের মাস্টারমাইন্ড-শিবির সভাপতি