র্যাব-১৫, সিপিএসসি’র ক্যাম্পের দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার সদর থানাধীন পৌরসভার কুলিয়াপাড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে মোহাম্মদ শফিউল আলম (৩৮) কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী এবং দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে কক্সবাজারের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে স্বীকার করে।