বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
কুমিল্লা প্রতিনিধিঃ
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক কক্সবাজার জেলাধীন হোয়াইক্যং হাইওয়ে থানা কর্তৃক ১টি সফল অভিযান পরিচালনা করে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আজ শুক্রবার ৩ জানুয়ারি হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক হোয়াইক্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর সুকান্ত চক্রবর্তী ও সংগীয় ফোর্সসহ কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের টেকনাফ থানাধীন গিলাতলি নামক স্থানে ফোর্সসহ অবস্থানকালে হোয়াইকং হতে পালংখালী মুখি একটি যাত্রীবাহী সিএনজিকে থামানোর জন্য সংকেত দিলে সিএনজি চালক পুলিশ দেখে গতি কমালে সিএনজি’র পিছনের সিটে থাকা একজন যাত্রী সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টা কালে তাকে ধৃত করাহয়।
সিএনজি (কক্সবাজার-থ-১১-৪০৫৭) এর চালক জিয়াউর রহমান সহ অপর যাত্রী ইব্রাহিম এর সামনে উক্ত আসামিকে তল্লাশি করে তার পরিধেয় জিন্স প্যান্টের বাম পকেট হতে তল্লাশি কালে ৪টি নীল রংয়ের প্যাকেট পাওয়া যায়।
উক্ত প্যাকেটের ভিতর ৪টি নীল রংয়ের বায়ুরোধক প্যাকেট, প্রতি প্যাকেটে ২০০ পিস করে মোট (৪×২০০) ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে তা উপস্থিত স্বাক্ষিদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
সিএনজি চালক জানায় ধৃত আসামী টেকনাফ হোয়াইকং বিজিবি চেকপোস্ট এর পাশ হতে সিএনজিতে যাত্রী হিসাবে উঠেন।
ধৃত আসামীর নাম মোঃ আমিন( ১৯), পিতা-কবির আহমেদ, মাতা হাসিনা বেগম সাং হোয়াইকং বিজিবি চেকপোষ্টের পাশে, থানা টেকনাফ, জেলা কক্সবাজার।
এ ব্যাপারে কক্সবাজার জেলার টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি নিয়মিত মামলা রুজু করা প্রক্রিয়াধীন আছে।