বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শ্রীবাস মজুমদার, কমলনগরঃ
লক্ষ্মীপুর কমলনগরে আলোর ভূবন ন্যাশনাল স্কুল এন্ড কলেজ এস এস সি (২০২৫)পরীক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি বৃত্তি প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে (২৭ই ফেব্রুয়ারি)স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। আলোর ভূবন ন্যাশনাল মডেল স্কুল এন্ড কলেজ সভাপতি মোস্তাফিজ হাওলাদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর কালকিনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত।
আলোর ভূবন ন্যাশনাল মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ মাইন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তোয়াহা স্মৃতি বালিকা স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক মোঃ শাহজান, চর ফলকন মাওলানা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাকছুদুর রহমান, কমলনগর ফাউন্ডেশন সভাপতি সাংবাদিক এ আই তারেক, সাংবাদিক ও অভিভাবক মোঃআহম্মেদ শরীফ, অভিভাবক আবদুর রাজ্জাক তালুকদার প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথি ও বিদায়ী ছাত্র-ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির সম্মাননা সহ নগদ অর্থ এবং সাটিফিকেট তুলো দেওয়া হয়।