কর্মবিরতি প্রত্যাহার করে চাঁদপুরের পুলিশ মাঠে
মানিক দাস, চাদঁপুরঃ
কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান এ ঘোষণা দেন।
তারা বলেন, আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। আশা করি, সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন।
গতকাল ১২ আগস্ট সোমবার সকাল থেকে চাঁদপুরের ৮ থানার পুলিশ কর্মকর্তারা কাজে যোগদান করে মাঠে নেমেছে।
সকাল ১১টায় চাঁদপুর মডেল থানার পুলিশ সদস্য ও অফিসারগন সড়কে প্রকাশ্যে এসেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন উপস্থিত সাংবাদিকদের বলেন, সরকারের কাছে যেসব দাবি জানানো হয়েছিল তার বেশিরভাগই সরকার মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদান করেছি। আমরা সবাই মিলে আজকে থেকে চাঁদপুরের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবো।
এসময় চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, শহর জামায়াতের আমির অ্যাড. মো. শাহজাহান খানসহ অন্যান্যরা পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মুহসিন আলম, পুলিশ পরিদর্শক তদন্ত আঃ রাজ্জাক মীর, এসআই ফেরদৌস, এ এসআই মামুন, আঃ গফুরসহ পুলিশ সদস্যরা।
শুধু চাঁদপুর মডেল থানা পুলিশই নয়, জেলা গোয়েন্দা পুলিশ ডিবি, পুলিশ ব্যোরো অফ ইনভেস্টিগেশন পিবিআই কাজে যোগদান করেছে।
একই দিনে পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বিপিএম সেবা নিজে শহরের কালিবাড়ি শপথ চত্বর মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের সাথে কথা বলেন এবং তাদেরকে খাবার সামগ্রী উপহার দেন।
অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে পূর্বের মতো বিভিন্ন যানবাহনের তল্লাশি অভিযান পরিচালনা করেছেন।
Post Views: ৩৪