বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
জুলফিকার আলী, কলারোয়াঃ
“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমতা ব্যবহার করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫মার্চ) সকালে এ উপলক্ষে কলারোয়ায় র্যালি শেষে উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, ভোক্তাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রকিব,উপজেলা খাদ্য কর্মকর্তা মমতাজ পারভীন প্রমূখ।
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভুমি আক্তার হোসেন বলেন-ভোক্তা অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধের লক্ষে বর্তমান সরকার ৬ এপ্রিল ২০০৯ তারিখে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ প্রনয়ন করেছে। এই আইনে একজন ভোক্তা তার পূর্ণ ঠিকানা যোগাযোগের নং ব্যবহার করে কোন উৎপাদনকারী, প্রস্তুতকারী, সরবরাহকারী বা পাইকারি, খুচরা বিক্রেতার বিরুদ্ধে ঘটনার ৩০দিনের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বা তদকর্তৃক ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তার নিকট যে কোন যোগাযোগ মাধ্যম বা সরাসরি লিখিত অভিযোগ দায়ের করতে পারবেন।
এছাড়া আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ইউএনও অফিসের বেঞ্চসহকারী এমএ মান্নান, উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, কলারোয়া থানা পুলিশের প্রতিনিধিগণ, বিভিন্ন স্তরের ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি ভোক্তা অধিকার কার্য বা অপরাধ করলে তার দন্ড বা ধারা সম্পর্কে সকলকে অবহিত করেন।
মিঠাপুকুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা