বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন, কসবাঃ
কসবায় ঈদুল আযহা উপলক্ষে ৫ হাজার দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রায় ৪ কোটি টাকা মূল্যের কোরবানীর মাংস ও আর্থিক সহায়তা প্রদান করেন ঢাকার এক ব্যবসায়ী।
ঘটনাটি ঘটে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের বুগির গ্রামে। এ ঘটনায় পুরো কসবা উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান এত বড় কোরবানীর আয়োজন এ এলাকায় আর কোন দিন ঘটেনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বুগির গ্রামের বাসিন্দা মুবারক হোসেনের বাড়িতে তার মেয়ের জামাতা ঢাকা ওয়ারীর বাসিন্দা ব্যবসায়ী মো. রাসেদুল হাসান মুকুল প্রায় চার কোটি টাকা মুল্যের ৩৪ টি বিদেশী বড় জাতের গরু ও ৩টি মহিষ কোরবানী করেন। এর মধ্যে পুতুল ও রজব ব্রাদার্স নামে দুটি গরু রয়েছে যার মূল্য ৯০ লক্ষ টাকা।
তাছাড়া ব্রাউন কালারের বিরল প্রজাতীর একটি মহিষও রয়েছে। তিনি প্রতি পরিবারের মাঝে ৫ কেজি মাংস ও নগদ ৫০০ টাকা করে প্রায় ৫ হাজার লোকের মাধ্যে এসব বিতরণ করেন।
এদিকে ব্যবসায়ী রাসেদুল হাসান মুকুলের সাথে সাংবাদিকরা কথা বলতে চাইলে এ বিষয়ে তিনি কথা বলতে রাজি হননি। তার শশুর মুবারক হোসেন জানান, তার জামাতা ইসলামের শরিয়াহ মোতাবেক দুঃস্থ ও অসহায় পরিবারকে সহায়তা করছেন সে নিজের নামের জন্য নয়। তাই তিনি এ বিষয়ে কথা এমনকি তার নাম বলতেও রাজি নন।