রবিবার , ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লা লাকসামে আজ বুধবার বিকালে কানামাছি খেলতে গিয়ে ৫তলার ছাদ থেকে পড়ে মাহবুবা আক্তার (৭) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে লাকসাম পৌরশহরে ৪ নং ওয়ার্ল্ডের হাউজিং এস্টেট ও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পাশের ৫তলা কাদের ভবনে এ দুর্ঘটনা ঘটে। শিশু মাহবুবা আক্তার ওই ভবনে ৩ তলার ভাড়াটিয়া প্রবাসী হাবিলের কন্যা। সে পৌরশহরে একটি বেসরকারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী৷ তাদের গ্রামের বাড়ী পাস্ববর্তি নাঙ্গলকোট উপজেলার আর্দ্রা ইউনিয়নের চাটিতলা, ওই গ্রামের সাবেক ইউপির চেয়ারম্যান আশিকুর রহমান খাঁনের নাতনি।
স্থানীয় সূত্রে জানা যায়, তাদের গ্রামের বাড়ী থেকে আসা কিছু শিশুর সাথে বুধবার বিকালে ওই ভবনের ছাদে খেলতে যায় মাহবুবা।
এসময় সবার অজান্তে ছাদ থেকে নিছে পড়ে যায়। ঘটনাস্থলে থেকে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবী ভবনটি ছাদের চার পাশে রেলিং না থাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে।
বুধবার সন্ধায় এ বিষয় জানতে চাইলে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, শিশুটি খেলতে খেলতে বাড়ির ছাদ থেকে নিছে পড়ে তার মৃত্যু হয়। নিহত শিশুটির পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি স্বজনরা তাদের নিজ গ্রামের বাড়ীতে নিয়ে যায়।