শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এসএম মাসুদ, গাজীপুরঃ
গাজীপুরের কাপাসিয়ায় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এক কর্মসূচি রবিবার (৫ মে) সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য উপপরিচালক রেবেকা খাঁন।
আলোচনায় অংশ নেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াছমিন সোনিয়াসহ উপজেলার ৫০ জন শিক্ষকদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করার লক্ষে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তাগন, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।