রবিবার , ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিবলী সাদিক, রাজশাহীঃ
কালিয়াকৈর উপজেলার বারুইপাড়া বিটের আওতাধীন কবিরপুর বুড়ির টেক এলাকায় সরকারি বনভূমি গাছ কেটে জমি দখল করে স্থানীয় প্রভাবশালী দালাল কবির হোসেনের নেতৃত্বে সরকারি বনভূমির দখল করে বসতবাড়ি নির্মাণ।
সরজমিন গিয়ে জানা যায়, বারই পাডা বিট কর্মকর্তার নির্দেশ অমান্য করে গোপনে কিছুদিন ধরে স্থানীয় প্রভাবশালীর ক্ষমতা বলে কবির হোসেনের নেতৃত্বে দিনে ও রাতের আঁধারে ঘর বাড়ির কাজ চলমান রয়েছে ।
গোপন সংবাদের ভিত্তিতে বারইপাডা বিটেরের চৌকো বিট কর্মকর্তা ও গার্ডরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সততা পাওয়ার পরও কোন প্রকার ব্যবস্থা এখনও গ্রহণ করা হয়নি কোন এক অদৃশ্য শক্তির কারণে ।
ঘটনাচক্রে আরো জানা যায় ৩ লাখ টাকা দিয়ে জমি কিনে আবার ৬ লাখ টাকায় বিক্রয় করা হয়েছে বনের গাছ সহ বনের জমি। বন হারাচ্ছে তার সৌন্দর্য সবুজ বনায়ন আর সরকার হারাচ্ছে দেশের মূল্যবান সম্পদ বন বনভূমি ।
অসাধু দালাল চক্রদের ভূমি দস্যুদের মাধ্যমে সবুজ বনায়ন বিলীন হয়ে যাচ্ছে সরকার হারাচ্ছে দেশের অমূল্য সম্পদ বল ও বনের মহা মূল্যবান সম্পত্তি।
এ সময় বন কর্মকর্তা চন্দ্রা রেঞ্জার মনিরুল ইসলাম বলেন, ভূমিদস্যুরা যতই শক্তিশালী হোক তারা কোন ভাবে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ করে বাঁচতে পারবে না ,তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।