বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
সাদিয়াত হোসেন, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত প্রতিশ্রুতির ৩১ দফা বাস্তবায়নের জন্য দুর্গাপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) বিকালে দুর্গাপুর ইউনিয়নের পটল বাজারে ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াহিয়া আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ,
প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো.হাসমত আলী রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আঃ কাদের মাস্টার, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মেম্বার, গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আব্দুল মজিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম আমিনুল ইসলাম, লুৎফর রহমান লেলিন, সালমান ফারাসি টিটু, বকুল মিয়া, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল, ৮ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন সবুজ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মুন্সীগঞ্জে কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবীতে মানববন্ধন