সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ সোহরাব উদ্দিন মন্ডল, গাজীপুরঃ
গাজীপুর মহানগরীর কাশিমপুরে ৫৪ পিস ইয়াবাবসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
জানা যায়, বুধবার (৮ জানুয়ারি) রাত ১০ টা ১৫ মিনিটের সময় থানা পুলিশের এক বিশেষ অভিযানে কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ কাজী মার্কেট এলাকার মোহাম্মদ কাজীর মাসুম বিল্লাল কলোনী সংলগ্ন বাঁশ ঝাড় এর ভিতর ভয়ংকর মাদক ইয়াবা ট্যাবলেট কেনা বেচা কালে ইয়াবা ব্যবসায়ী ১। মোঃ সুজন মিয়া(৩৫), ২। মোঃ আশিকুল ইসলাম(২৩) এবং ৩। মোঃ নুর ইসলাম(২৮) নামের তিন মাদক কারবারিকে আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃত মোঃ সুজন মিয়া সারদাগঞ্জ কাজী মার্কেট এলাকার জাকিরের বাড়ীর ভাড়াটিয়া।তার পিতা-মৃত সদর আলী, মাতা-মোসাঃ সুফিয়া বেগম।
সুজনের গ্রামের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ থানার গুজামানিকা গ্রামে।
অপর দুজন আসামী কাজী মার্কেট সংলগ্ন মাহবুব কাজীর বাড়ীর ভাড়াটিয়া।
এদের মধ্যে মোঃ আশিকুল ইসলামের পিতা-মোঃ আফছার আলী, মাতা-মোসাঃ কল্পনা বেগম। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দেওডোবা গ্রামে।
অপর আসামী মোঃ নুর ইসলামের পিতা-মৃত ফজলুর রহমান, মাতা-মোসাঃ নুরবানু।তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা থানার দেউতি বাজার এলাকায়।
এ ব্যাপারে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গজারিয়া ইউএনও’র সাথে জেলা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ