সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লায় টাস্কফোর্স অভিযানে ২ কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করছেন।
সূত্রে জানা যায় গত ২৩ ডিসেম্বর সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান (টাস্কফোর্স) পরিচালনার মাধ্যমে দুই কোটি টাকার অধিক মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মালামাল জব্দ করছেন টাস্কফোর্স টিম।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী আদর্শ সদর উপজেলার অন্তর্গত বড়জ্বালা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৭৩/৩-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সদর রসুলপুর রেলষ্টেশন নামক স্থানে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এর নেতৃত্বে বিজিবি কর্তৃক একটি চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত টাস্কফোর্স অভিযানে বর্ণিত স্থান হতে ২,০৬,২৯,০৭০/- (দুই কোটি ছয় লক্ষ ঊনত্রিশ হাজার সত্তর) টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার বাঁজি-৪,৬০,৯৮১ পিস, মেহেদী-১৪,৭১৪ পিস, প্লেইং কার্ড- ১৫৭৫ প্যাকেট এবং স্কীন সাইন ক্রিম-৪,৩২০ পিস জব্দ করে।
সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)অধিনায়কলেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি।
ইজতেমার মাঠে বর্বর হামলার প্রতিবাদে মনোহরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল