কুমিল্লায় ভোক্তা অধিকারের সাথে
ক্যাব নেতৃবৃন্দের মতবিনিময়
বাহার উদ্দিন রায়হান, কুমিল্লাঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সাথে আজ রোববার বৃহত্তর কুমিল্লার চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্যাব-নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার।
কনজুমারস এসোসিয়েশন অব কুমিল্লা সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্ব ও ক্যাব-কুমিল্লা জেলা কমিটি সাধারণ সম্পাদক কাজী মাসউদ আলম ও আজাদ সরকার লিটনের সঞ্চালনায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কুমিল্লা জেলা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।