বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
রোববার ২২ ডিসম্বর রাত ১টায় কুমিল্লা-বুড়িচং-মীরপুর সড়কের আদর্শ সদর উপজেলার পালপাড়া গোমতীর ব্রীজ এলাকায় একটি মোটরসাইকেল দুই আরোহীসহ নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির ধাক্কা লেগে ঘটনাস্থলে তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করছেন।
তিনি আরও জানান ওই তিন কিশোর কুমিল্লায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ী যাওয়ার পথে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর নিহত হয়েছেন।
নিহতরা হলেন আদর্শ সদর উপজেলার আড়াইওড়া উত্তরপাড়া এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন (১৫), একই উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনগড় গ্রামের মৃত মনির হোসেনের ছেলে মিনহাজুল ইমন (১৬) এবং বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর শিকারপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা মধ্যমপাড়া এলাকায় নিহত আহাদের মামার বিয়ের অনুষ্ঠান চল ছিল।
অনুষ্ঠান স্থল থেকে ভিডিওগ্রাফার মিনহাজুলকে মোটর সাইকেল যোগে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল আহাদ ও ইমন। যাবার পথেই রাত ১টার দিকে বুড়িচং-মীরপুর সড়কের গোমতীনদীর ব্রীজ পালপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটর সাইকেলটি সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সাঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থেই তিনজন নিহত হন।
ওসি মো. মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।
পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘন কুয়াশার কারণে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
নিয়ামতপুরে হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ