বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় সড়কে পৃথক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২২ জন।
আজ শুক্রবার ভোরে দুটি ও সকালে একটি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে।
তিনি আরও জানান, একই দিন ভোর সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ী বিশ্বরোড এলাকায় কুমিল্লাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসে থাকা আনিসুর রহমান ভূঁইয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন। নিহতে আনিসের বাড়ি বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কিংবাজেহুরা গ্রামে। তিনি চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসযোগে বাড়ি ফিরছিলেন। পথেই দুর্ঘটনার কবলে পড়েন তারা।
অন্যদিকে, মামার মোটরসাইকেলযোগে বাজার থেকে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় শ্রাবন্তী আক্তার (১৯) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার চন্দনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রাবন্তী পাশের উত্তরদা গ্রামের ফয়েজ আহমেদের মেয়ে।
লালমাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ আলম জানান, মামা ফয়েজ ইকবালের সঙ্গে বাজার থেকে মোটরসাইকেলে চেপে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবন্তী লাকসাম নবাব ফয়েজুন্নেছা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।