বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কুমিল্লা দক্ষিণ জেলা কমিটি ঘোষণা করায় নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ২৬ মে সোমবার বিকেলে লাকসাম দৌলতগঞ্জ বাজারে আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ সংসদীয় আসনের বিএনপির দলীয় সাবেক এমপি কর্ণেল ( অব.) এম, আনোয়ারুল আজিমের অনুসারী জাতীয়তাবাদী ছাত্রদল লাকসাম উপজেলা, পৌরসভা ও ন, ফ সরকারি কলেজের নেতাকর্মীরা বিশাল একটি আনন্দ মিছিল লাকসাম বাজারের, গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, ন, ফ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, লাকসাম উপজেলা ছাত্রদলের নেতা শাহেদ ইবনে মিজান রাহুল, আলমগীর হোসেন ভূইয়া, আবির আহমেদ মিজান, আবদুল্লাহ মাসুম, তারেক ইসলাম শুভ প্রমুখ।
আনন্দ মিছিলে উপজেলা, পৌরসভা ও ন, ফ সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।