সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
পটুয়াখালীর কুয়াকাটায় খাবার হোটেল মালিকদের সাথে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২ টায় আবাসিক হোটেল কুয়াকাটা গেষ্ট হাউসের হল রুমে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সভার আয়োজন করেন।
এসময় কুয়াকাটায় আগত পর্যটকদের মান সম্মত সেবা ও খাবারের মান বজায় এবং মূল্য নিয়ন্ত্রণ রাখতে এ আলোচনা সভা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক শাহ মোঃ শোয়াইব মিয়া।
এসময় পর্যটকদের সেবার মান মনিটরিং করার জন্য গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। এ সভায় উপস্থিত ছিলেন হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি মোতালেব শরীফ, কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদসহ বিভিন্ন খাবার হোটেল-রেস্তোরাঁ মালিকরা। এসময় রেস্তোরাঁ মালিকরা বলেন, আমাদের যে সকল সমস্যা আছে তা খুব অল্প সময়ের মধ্যে সমাধান করা হবে। প্রতিটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন করা হবে বলেও জানান।
সভায় বক্তারা বলেন, পর্যটন কেন্দ্র কুয়াকাটায় খাবারের মান বজায় এবং মূল্য নিয়ন্ত্রণ রাখতে হবে। পর্যটকদের পঁচা বাসি খাবার, অপরিষ্কার রান্না ঘর, একই ফ্রিজে রান্না করা খাবার ও কাঁচা মাছ মাংস রাখা যাবেনা। এছাড়া তৈরি খাবার সংরক্ষণ করা যাবেনা। ব্যবসায় পরিচালনা ও মূল্য নিয়ন্ত্রণ সহ সকল বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়া।