বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ
কবিতা পাঠের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হয়ে গেল কবিতা উৎসব ২০২৪। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুমারখালী পৌর শিশুপার্কে এ উৎসবের আয়োজন করে একটি স্বেচ্ছাসেবি সংগঠন ইয়থ ডেভেলপমেন্ট ফোরাম।
কবিদের সামাজিকভাবে মর্যাদা বৃদ্ধি, সম্মানিত করা এবং উৎসাহ প্রদানের লক্ষ্যে সাংস্কৃতিক জনপদে এ উৎসবের আয়োজন করা হয়।
এতে কুমারখালী ও খোকসা উপজেলা থেকে অন্তত ৬০ জন কবি অংশ নেন। জাতীয় সংগীত পরিবেশন শেষে আলোচনা সভা ও কবিতা পাঠের মধ্যদিয়ে উৎসবের উদ্বোধন করেন প্রফেসর ড. আব্দুর রহমান।
খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান কবি ওয়াজেদ বাঙালির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।
ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি আশিকুল ইসলামের চপলের পরিচালনায় উৎসবে উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জিল্লুর রহমান, কবি, সাংবাদিক ও সুপ্রীম কোর্টের আইনজীবী পি এম সিরাজ প্রামাণিক, কবি ও সাহিত্যক সোহেল আমিন বাবু ও লিটন আব্বাস প্রমুখ। এদিন কুমারখালীর কবি এম হাসিম আলীর রচিত ” বর্ণমালায় কাব্যগ্রন্থ ” বইটির মোড় উন্মোচন করেন প্রধান অতিথি আমিরুল আরাফাত।
আয়োজক ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি আশিকুল ইসলাম চপল বলেন, কবিদের সামাজিকভাবে মর্যাদা বৃদ্ধি, সম্মানিত করা এবং লেখালেখিতে উৎসাহ প্রদানের লক্ষ্যে সাংস্কৃতিক জনপদে কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে।
এতে কুমারখালী ও খোকসা উপজেলা থেকে অন্তত ৬০ জন কবি অংশ নেন। কবি ও নাট্যকর লিটন আব্বাস বলেন, কবিদের পেটে ক্ষুধা থাকলেও মুখে থাকে সুধা।
সুষ্ঠু সমাজ ও জাতি গঠনে কবিদের ভূমিকা রয়েছে।নতুন প্রজন্ম যেন পথভ্রষ্ট না হয়। সেজন্য বেশি বেশি এমন আয়োজন করতে হবে।