শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
  লাকসামে ডাকাতীয়ার ওপর সেতু নির্মিত সেতু ৩ বছরেও শেষ হয়নি ৬০ ভাগ কাজ       চৌদ্দগ্রাম ছাতিয়ানিতে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল       বুড়িচং ইছাপুরা মসজিদ-ই নুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত       কুষ্টিয়ায় সাদা ফুলের কালো বীজে ভাগ্যবদল       বুড়িচংয়ে গোমতী চরের অবৈধ মাটিবাহী ট্রাক চাপায় ২ যুবক নিহত !       সুন্দরগঞ্জে ১ মাস অতিবাহিত হওয়ার পরও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী       বুড়িচংয়ে ৫’শ জনকে ইফতার সামগ্রী বিতরণ       ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-৪       গোদাগাড়ীতে ভিজিএফের ২ হাজার ৬৩২ কেজি চাল জব্দ       ফিলিস্তিনে হামলার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ       বাঘায় শাশুড়ি হত্যা মামলায় মেয়ের জামাতা গ্রেফতার       মনোহরগঞ্জে হেফাজতের ইফতার মাহফিল অনুষ্ঠিত       সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু !       বাসন থানা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত       গাজীপুরে তারেক জিয়ার পক্ষ থেকে মাসব্যাপী গণ-ইফতার       লাকসামে প্রকৌশলীর কার্যালয়ের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত       কুষ্টিয়ায় গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা !       গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন       লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল       তাকওয়া বিহীন সমাজে শিশুরা ধর্ষিতা হতেই থাকবে-এটিএম মাসুম        মনোহরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা    
       

কেশবপুর সরকারি হাসপাতালে নার্সের

দ্বায়ীত্বে অবহেলার অভিযোগ

ইমাদুল ইসলাম, যশোরঃ

যশোরের কেশবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিকাংশ নার্সদের কাছে প্রতিনিয়ত চরম খারাপ ব্যবহার, হয়রানি, অবহেলা ও নানা ধরনের ভোগান্তির স্বীকার হচ্ছেন চিকিৎসা সেবা নিতে আসা অসংখ্য সাধারণ রোগী ও মুমূর্ষ রোগী এবং রোগীর সাথে আসা রোগীদের স্বজনরা।

নাম প্রকাশ না করার শর্তে সম্প্রতি একজন ভুক্তভোগী শিশু রোগীর মা জানিয়েছেন, তিনি তাঁর একমাত্র কন্যার জরুরী চিকিৎসা সেবা নেওয়ার জন্য গত রবিবার (৫’ই মে) কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখান থেকেই শুরু হয় তার প্রথম হয়রানি।

 

তিনি যখন নার্সদের কাছে সহযোগিতা চান তখন থেকেই তারা খারাপ আচরণ শুরু করেন। বেডসিট আলমারি থেকে নামিয়ে নিয়ে যাওয়ার অর্ডার করেন, যেখানে একজন রোগীসহ রোগীর সাথে থাকা স্বজনকে সার্বিক সেবা প্রদান করার দায়িত্ব নার্সদের।

 

এরপর শিশু রোগীটিকে হাতে ক্যানোলা পরানোর জন্য তাঁর মাকে বলেন শিশুটিকে নার্সদের কক্ষে নিয়ে যেতে, অথচ একজন মুমূর্ষু রোগীর হাতে ক্যানোলা পরানোর কথা রোগীর বেডের কাছে গিয়ে। এখানেই শেষ নয়, নার্সদের কক্ষে গিয়ে অসুস্থ শিশুটিকে তাঁর মা ক্যানোলা পরিয়ে নিয়ে আসার পর স্যালাইন দিতে বললে সেখানেও তাঁরা অবহেলা আর দেরি করেন।

অসহায় মা তাঁর শিশুটির চিকিৎসার জন্য তাদের অবহেলা আর দেরি সহ্য করে হলেও শুধুমাত্র তাঁর সন্তানের সুস্থতার জন্য সেখানে তাদের সাথে কোন প্রতিবাদ করেননি। এরপর যখন স্যালাইন শেষ হয়ে আসার পথে তখন অসুস্থ শিশুটির মা তাঁর স্বামীকে বলেন নার্সদের জানিয়ে আসতে।

 

শিশুটির মায়ের কথামতো তাঁর বাবা নার্সদের জানিয়ে আসেন। তারপর স্যালাইন শেষ হয়ে যাওয়ার পর অসুস্থ শিশুটির বাবা তাদেরকে জানান স্যালাইন শেষ হয়ে গেছে তখন তারা শিশুটির স্যালাইনের পাইপে থাকা সুইচ বন্ধ করে দিয়ে অপেক্ষা করতে বলেন।

 

কিন্তু দীর্ঘক্ষণ অতিবাহিত হয়ে গেলেও নার্সরা কেউ না এগিয়ে এলে অসুস্থ শিশুটির বাবা পাইপে রক্ত দেখে ঘাবড়ে গিয়ে আবার নার্সদের কক্ষে গিয়ে শিশুটির হাত থেকে স্যালাইনের পাইপ খুলে দেওয়ার জন্য অনুরোধ করতে গেলে জান্নাত নামের একজন নার্স তাঁর সাথে চরম খারাপ ব্যবহার করেন এবং বলেন শিশুটির কাছে যেতে তার আরো দশ মিনিট সময় লাগবে। এভাবে কথা বলার কারণে শিশুটির পিতা তখন জরুরি বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসারকে বিষয়টি সম্পর্কে অবহিত করেন।

 

তখন তিনি বলেন তিনি বিষয়টি দেখবেন। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় সেই সময় কোন নার্স শিশুটির স্যালাইনের পাইপ খুলতে যাননি। বরং পাঠিয়েছিলেন একজন আয়াকে শিশুটির স্যালাইনের পাইপ খোলার জন্য, যেটা আসলেই কখনো উচিত নয়।

 

কারণ আয়ারা পরিষ্কার পরিচ্ছন্নতাসহ অন্যান্য কাজ করে থাকেন। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের খারাপ ব্যবহারের স্বীকার অসংখ্য ভুক্তভোগী মানুষের মধ্যে আলতাপোল নিবাসী ইমরান হোসেন বলেন, ‘একবারে বেশি দ্বিতীয় বার ডাকলে খারাপ ব্যবহার করে। রোগী নিয়ে সবাই টেনশনে থাকে এই জন্য অসহায় এর মতো নার্সদের খারাপ ব্যবহার সহ্য করা ছাড়া কিছুই করার থাকে না।’ কেশবপুরের একজন যুবক মোঃ বোরহান তাঁর সামনে ঘটে যাওয়া নার্সদের নিয়ে একটি তিক্ত অভিজ্ঞতার কথা বলেন, ‘তাঁর সামনে একজন শ্বাসক্টের রোগীর নিশ্বাসের কষ্ট হচ্ছে এটা দেখতে না পেরে ওনাদের কাছে একাধিকবার গিয়ে দ্রুত অক্সিজেনের ব্যবস্থা করতে বলেন।

কিন্তু তাদের কোন গুরুত্ব নেই, আর এদিকে রোগীর মাও বারবার বলেছেন কিন্তু তাতেও তারা কোন পাত্তা দেইনি।

 

সর্বশেষ ওনাদের হালকামির জন্য ওই বোন মারা গেল, স্বামী ও দুই সন্তান রেখে। এই সব দেখার কেই নাই। এমন অনেক নির্মম ইতিহাস আছে। পরে এমন ভাব নেয় যেন ওনারা কিছুই জানেন না। আর রোগীসহ রোগীর সাথে আসা লোকদের সাথে ব্যাপক খারাপ ব্যাবহার করে।’

কেশবপুরের ভোগতি নিবাসী আবুবক্কার সিদ্দিক বলেন, ‘নার্সরা সাধারণ মানুষের কোন কথায় শুনতে চাইনা। ওরা নিজেদের অনেক কিছু ভাবে।’

কেশবপুরের আরো এক যুবক মাহাবুবুর রহমান জুয়েল বলেন, ‘কেশবপুর হাসপাতালের নার্সরা ছাড়াও ওয়ার্ডবয়,পরিচ্ছন্নতা কর্মীসহ আয়াদের‌ও ব্যবহার অত্যান্ত খারাপ।’ রোগী বহনকারী কেশবপুরের একজন এম্বুলেন্স চালক জিয়াউর রহমান বলেন, ‘নার্স, আয়া, ওয়ার্ড বয় কেশবপুর হাসপাতালে এক‌ই জায়গায় দীর্ঘদিন চাকরি করার ফলে এদের ব্যবহার খুবই খারাপ। এরা আসলে মনে করে কেশবপুর হাসপাতাল তাদের বাড়িঘর। আসলে এই বিষয়গুলো দেখার কোন লোক নেই।’ কেশবপুর সদর ইউনিয়ন নিবাসী মোঃ তৌহিদুর রহমান বলেন, ‘কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, আয়া, ওয়ার্ড বয়সহ অন্যান্য বেশ কিছু কর্মচারীদের ব্যবহার অত্যান্ত খারাপ।

হসপিটালের বহির্বিভাগ, জরুরী বিভাগ ও অন্তঃবিভাগে চিকিৎসা সেবা নিতে আসা অধিকাংশ রোগীসহ তাদের পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করে প্রতিনিয়ত এবং সাধারণ মানুষের কোন কথাই এরা শুনতে চায় না।’

এছাড়া সদর ইউনিয়নের সাদেক বাচ্চু বলেন, ‘এক জায়গায় অনেকদিন চাকরির বয়স হয়ে গেলে এমনিতেই পাওয়ারফুল হয়ে যায়। কারণ ওদের আর ধৈর্য সহানুভূতি কাজ করতে চায় না।

খিটখিটে মেজাজ নিয়ে থাকে সবসময়, যার কারণে তারা খারাপ ব্যবহার করে। কিন্তু আসলে রোগী ও সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করা উচিত নয়।’ এদিকে কেশবপুর পৌরসভা নিবাসী সোহেল ও ইকরাম তাঁরা উভয়েই বলেন, ‘কেশবপুর হাসপাতালের নার্সরা মূলত অত্যাচারী সেবা দিয়ে থাকে।

 

ওদের খারাপ ব্যবহারের কারণে সাধারণ, গরীব ও অসহায় রোগীরা হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসলেও চিকিৎসা সেবার তুলনায় হয়রানির স্বীকার হয় বেশি, যেটা আসলে আমরা সাধারণ মানুষেরা কখনো কামনা করিনা।’ কেশবপুর পৌরসভার আরো একজন নিবাসী আবুল হোসেন বলেন, ‘একটা অফিসের প্রধান যদি ঠিক থাকে তাহলে তাঁর অধিনস্ত কর্মচারীরা কোন কিছু করতে পারে না।

 

উনার আগেও কিন্তু ওই অফিসের প্রধানরা ও ছিলেন। তখন কিন্তু বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান আর যশোর জেলার ভিতরে প্রথম স্থান অধিকার অর্জন করে নিয়েছিল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি।

অথচ আজ এই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের নামে জনমনে অভিযোগ ও আফসোসের শেষ নেই।’

 

এ বিষয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, “জান্নাত, রুমা ঘটক, চায়না এই যে কয়েকটা বয়স্ক নার্স, এই বয়স্ক নার্সদের নিয়ে যে কি করবো? কতোবার করে যে এদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে।

 

তাদেরকে বার বার বলা হচ্ছে। জেলা পর্যায়ে তাদের যে সুপারিনটেনডেন্ট আছে তাকেও এ বিষয়ে বলা হয়েছে, সে আসতেছে এই কয়েকজনকে নিয়ে বসার জন্য। এদের ট্রান্সফারতো আমাদের হাতে না, সিভিল সার্জন‌ও পারেনা, ডাইরেক্ট‌র‌ও পারেনা। এদের সম্পূর্ণ সব প্রশাসনিক কার্যক্রম ব্যবস্থা আলাদা।

এটাই হচ্ছে সমস্যা। এই পুরাতন, যাদের বয়স হয়ে গেছে তাদের অধিকাংশের ব্যবহার খারাপ। আর এদেরকে সেকেন্ড ক্লাস বানানোতে এমন অবস্থা হয়েছে, এরা সেকেন্ড ক্লাস মনে করে এরা যে নিজেদেরকে কি ভাবে ? অথচ নতুন নার্স যারা আছে তাদের ব্যবহার অনেক ভালো। তবে তাদের বিরুদ্ধে মে অভিযোগগুলো উঠে এসেছে সেগুলো আসলেই বাস্তব এবং এদের সম্পর্কে অনেক লেখা হচ্ছে।

এ বিষয়ে আমি, ডাইরেক্টর স্যার মিলে আমরা অন্যভাবে আগাইতেছি। খুব তাড়াতাড়িই রেজাল্ট পাওয়া যাবে।’ তিনি আরো বলেন, ‘আমি মিথ্যা এবং রোগীর কষ্ট হবে এগুলোকে কখনো প্রশ্রয় দেইনা। আমি এখানে থাকি বা না থাকি আমি সত্যভাবে কাজ করে যাবো, রোগীর স্বার্থে সুন্দরভাবে কাজ করে যাবো।

হাসপাতালে ডাক্তারের কাছে রোগীরা সেবা নিতে আসে দায় ঠেকে আর তাদের সাথে খারাপ ব্যবহার করা হবে এটা আমি প্রশ্রয় দেইনা।

আমাদের ডাক্তাররা রোগীর প্রয়োজনে কল করার সাথে সাথে আড়াইতলা থেকে ছুটে চলে আসে বার বার, আমাদের ডাক্তাররা বিরক্ত হয় না, ঘুম থেকে উঠে এসে সুন্দরভাবে রোগীকে চিকিৎসা সেবা দিয়ে রোগীকে দেখে চলে আসতেছে। তাহলে নার্সরা বিরক্ত হ‌ওয়ার কে? তারা কেন রোগীর সাথে খারাপ ব্যবহার করবে? ডাক্তারের চিকিৎসা সেবার পরে অন্যান্য সেবাগুলো দেওয়ার দায়িত্ব হলো নার্সদের।

আসলে নার্সদের এই কথাগুলো উঠে আসছে এবং এই বিষয়গুলো নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে প্রতিনিয়ত। আমরা নার্সদের এই বিষয়গুলো নিয়ে কাজ করছি এবং আমরা আশাকরছি খুব দ্রুত‌ই একটা ফলাফল পাওয়া যাবে।

আরএমপি ডিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-৬



ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের করনীয়

আপন আলোয় উজ্জ্বল তুরাগ থানার ওসি (অপারেশন) শেখ মফিজুল ইসলাম

রোজিনা নয় জাতির বিবেক আজ বন্দীশালায়

ভারতে অ্যাম্বুলেন্স থেকে রাস্তায় পড়লো মরদেহ !

ছিলারচর ইউনিয়নবাসী তথা বিশ্ববাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন- রিপন কাজী

ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়ন ও আমাদের প্রত্যাশা

তুরাগে ২হাজার পিস ইয়াবাসহ ১মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মনোহরগঞ্জে পরকীয়ার বলি গৃহবধূ স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

চাকরি দেওয়ার নামে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ মাওলানা আবুল বয়ান হাশেমির বিরুদ্ধে

লাকসামে মাদক ব্যবসায়ীর নেতৃত্বে ৪ পরিবারের উপর হামলা-ভাংচুর আহত-১০: সংবাদটুডে

মনোহরগঞ্জে পল্লী বিদ্যুৎ সংযোগ নিয়ে আ’লীগের দু গ্রুপের সংঘর্ষ ৮ জন আহত: সংবাদটুডে

তুরাগে ইয়াবাসহ ২ নারী মাদক কারবারি গ্রেপ্তার

লাকসামে একই পরিবারে ৫ ভাই ডাক্তার

জাতীয় শোক দিবস উপলক্ষে আলহাজ্ব কফিল উদ্দিনের বাণী

ঢাকা উত্তর সিটি ৫৩নং ওয়ার্ড যুবলীগ নেতার পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা

অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে যুবক নিহত

লাকসামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে অব্যাহতী

আসন্ন ভান্ডারীকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচন, চেয়ারম্যান পদে জনসমর্থনে এগিয়ে মোটরসাইকেল প্রতীকের শওকত হোসেন নান্নু

দুই সেমিস্টার প্রায় শেষ কিন্তু শেষ হয়নি পুরো সময়

লন্ডনে ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল মানবাধিকারের সভাপতি রায়হান-সম্পাদক বোরহান

সাংঘাতিক বনাম সাংবাদিক : সংবাদটুডে