বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
রমজান আলী, কোটচাঁদপুরঃ
ঝিনাইদহ ওয়েভ ফাউন্ডেশনের (২৮) ইউনিটির কোটচাঁদপুর শাখা’র ম্যানেজার সাইদুর রহমান ঘুমান্ত অবস্থায় আজ (৬ মে সোমবার) কোটচাঁদপুর অফিসের দ্বিতীয় তলায় নিজ বেডরুমে মৃত্যু বরণ করেন।
অফিসসুত্রে জানাযায় তিনি রাতের খাবার খেয়ে নিজ বেডরুমে ঘুমিয়ে পরেন। সকালের খাবার খাওয়া জন্য অফিসের কলিক’রা স্যার কে ডাকতে থাকেন।
অনেক ডাকাডাকি করার পরেও যখন ঘুম থেকে না ওঠে, তখন কলিকরা নিজের মধ্যে কথোপকথন বলতে থাকে কি ব্যাপার স্যার এখনো ঘুম থেকে না ওঠার কারণ কি? তখন বিল্ডিং এর পাশে থেকে জানালা দিয়ে দেখতে পায় সাইদুর রহমান মারা গেছে। চেহেরাটা কালো হয়ে গেছে, শুধু তাই নয় মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে।
এমতাবস্থায় দরজা না ভেঙে ফায়ার সার্ভিস ও কোটচাঁদপুর মডেল থান’র ফোন করলে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে দরজা খোলেন ও কোটচাঁদপুর মডেল থানার পুলিশ এসে লাশ উদ্ধার করেন। মৃত্যুর ব্যাপারে সকলে ধারনা করছেন রাতে হিটস্টোক করে মারা গেছেন।
এ ব্যাপারে নিশ্চিত করেন কোটচাঁদপুর মডেল থানার ওসি। পরবর্তীতে পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন।