শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
রমজান আলী, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজারে ঔষধ ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৩ জনকে নগদ অর্থ জরিমানা করা হয়েছে ।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলার সাফদারপুর বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা সহ বিভিন্ন অপরাধে ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০ খ,গ,ঘ ধরা মতে, মামুনুর রশীদ কে ৩ হাজার, শফিকুল ইসলাম কে ৫ হাজার ও ওবায়দুল ইসলাম কে ৩ হাজার মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় ঔষধ পরিদর্শক ইকরামুল করিম ঝিনাইদহ, সাফদারপুর পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
চাঁদপুর ৯ নং ওয়ার্ডে দোয়াত কলম মার্কার চেয়ারম্যান প্রার্থীর গনসংযোগ