শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
জয়, গাজীপুরঃ
গাজীপুর সিটি কর্পোরেশন এ-র কোনাবাড়ী থানা এলাকায় কোনাবাড়ী বাস স্টপ এ-র পাশে প্রশাসনের নাকের ডগায় চলছে রম-রমা দেহ ব্যবসা, দুপুরে পুলিশ এর অভিযান বিকেলে আবারও শুরু রম রমা দেহ ব্যবসা, অল্প কিছুদিন আগে নামে মাত্র অভিযান দিয়ে ছিলেন কোনাবাড়ী থানার প্রশাসন কিন্তু কাউকে গ্রেফতার করিতে পারেন নাই এবং হোটেলে তালা ঝুলাতে ও পারেননি প্রশাসন।
ঘটনা সূত্রে জানা গিয়েছে যে,অভিযান এ-র সময় হোটেলের মেয়েরা শুধু একটু ভয় পেয়েছেন,কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নাই, কিছু সময় যদি আবাসিক হোটেল গেটে লক্ষ্য করেন তো দেখতে পারবেন কত কাস্টমার উঠছে আর নামছে।
কোনাবাড়ী বাস স্টপ এ-র উত্তর পাশে:হ্যাভেন ফ্রেশ আবাসিক, রাস্তার দক্ষিণ পাশে: হোটেল রেইনবো ও হোটেল সান রাইজ অবস্থিত।
পুলিশ কমিশনারের নিকট আকুল আবেদন সঠিক তদন্ত করে অপরাধী যেই হোক না কেন দ্রুত আইনের আওতায় আনা হোক।
লাকসামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত