শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ শাকিল প্রধান, মুন্সীগঞ্জঃ
গজারিয়ার বড় রায়পাড়া খানকায়ে মোজাদ্দেদীয়া’র বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার(৪ জানুয়ারী) বাদ আসর হতে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর বড় রায়পাড়ায় ড.মুহাম্মদ আব্দুল মান্নান সরকার এর বাড়িতে খানকায়ে মোজাদ্দেদীয়া বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয় ।
সরেজমিনে জানা যায়, গজারিয়া উপজেলার খাস মোজাদ্দেদিয়া তরিকার বড় রায়পাড়া খানকার তত্ত্বাবধানে বার্ষিক মহফিল ২০২৫ পরিচালিত হয়।
উক্ত মহফিলে খাস মোজাদ্দেদিয়া তরিকার অন্যতম খলিফা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ড. আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমাবাদ দরবার শরীফের খাদেম খাস মোজাদ্দেদিয়া তরিকার প্রধান খলিফা ও বাংলাদেশ সরকারের গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।
মহফিলে আগত অন্যান্য ইসলামিক স্কলার বক্তাগণ উপস্থিত ধর্মপ্রাণ মুসুল্লিদের উদ্দেশ্য পরকালের চিন্তা পরকালের জন্য বিশেষ প্রস্তুতি ও অন্তরে আল্লাহ্ পাকের জিকির (স্মরণ) প্রতিষ্ঠার তগিদের উপর গুরুত্ব দিয়ে ধর্মীয় বক্তব্য আলোকপাত করেন।