বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মজমুল হক, গঙ্গাচড়াঃ
রংপুরের গংগাচড়ায় তিস্তা বাঁচাও আন্দোলনের ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ব্যাপক জনসমাগমের লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) বাদ মাগরিব উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আব্দুস সামাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কোলকোন্দ ইউনিয়ন শাখার আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
প্রস্তুতিমূলক সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কোলকোন্দ ইউনিয়ন শাখার আহবায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুহুল আমিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি হাসান আলী।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় তিস্তা পাড়ের সর্বস্তরের জনগণসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবীতে তিস্তা অভিমুখে কর্মসূচি পালন করবে বিএনপি।