মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় পুকুরের পানিতে ডুবে তাইয়্যেবা নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত তাইয়্যেবা উপজেলার কোলকোন্দ ইউনিয়ন এর আলেকিশামত গ্রামের তিস্তা নদীর পাশে জুম্মা পাড়ার শাহিনুর বাদশার মেয়ে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ২ টায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা যায় দুপুরে মেয়ে তাইয়্যেবাকে বাড়ির উঠানে খেলতে দেখে মা রেশমা গোসল করতে বাড়ির ভিতরে যায়। গোসল শেষ করে এসে মা রেশমা তাইয়্যেবাকে দেখতে না পেয়ে খুঁজা খুঁজি করে। এক পর্যায়ে বাড়ির পিছনে পুকুরে পাড়ে গিয়ে মেয়েকে পুকুরের পানিতে পড়ে থাকতে দেখতে পায়।
তরিঘরি করে মেয়েকে পুকুর থেকে উপরে তোলে। এসময় মা রেশমার চিৎকার আশেপাশের লোকজন জড়ো হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত হয়।