শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শাকিল প্রধান, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। তবে নিহতের গায়ে আঘাতের চিহ্ন থাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের স্বজনরা। নিহতের নাম মাহমুদা আক্তার (৩৮)।
তিনি গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের ইমরানের স্ত্রী।
তিনি ইকরা (৮),মরিয়ম (৬), আব্দুল্লাহ (১) নামের তিন সন্তান রেখে গেছেন।
জানা গেছে, শুক্রবার (১০ জানুযারি) সকালে শ্বশুর বাড়িতে যাওয়া এবং মাছ কাটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।
এ ঘটনার কিছুক্ষণ পর বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে মাহমুদাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীরা। তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২০১৬ সালে পারিবারিকভাবে বালুয়াকান্দি গ্রামের তারা মিয়ার মেয়ে মাহমুদার সঙ্গে একই ইউনিয়নের আড়ালিয়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে ইমরানের বিয়ে হয়। নয় বছরের সংসার জীবনে তাদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
মাহমুদার স্বামী ইমরান সৌদিআরব প্রবাসী। গত মাসে তিনি ছুটিতে বাড়িতে আসেন। আগামীকাল তার প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিল।
নিহতের মা মর্জিনা বেগম বলেন, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে আমার মেয়েজামাই আমাকে কল দেয়।
মুঠোফোন আমাকে লাইনে রেখে সে আমার মেয়েকে মারধর করতে থাকে। সকাল দশটার দিকে আমার মেয়েকে দ্বিতীয় দফা মারধর করা হয়। আমার ধারণা এ সময়ই সে মারা যায়।