উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুকের সভাপতিিত্বে অবস্থান কর্মসূচী আলোচনা সভা শুরু হয়। এই সময় উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন মশু বলেন বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নিয্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকান্ডের বিচারের দাবি জানাই।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির আহবায়ক আব্দুর রহমান বাদল, যুগ্ন-আহবায়ক মোঃ শাহ আলম, সাবেক পৌরসভার সাধারণ সম্পাদক বেলাল মজুমদার, উপজেলা যুবদলের সদস্য সচিব আনিছুর রহমান, পৌরসভা যুবদলের আহবায়ক মাহবুবুল হক মনু, সদস্য সচিব মোঃ আফজাল হোসেন প্রমুখ।
এসময় আরো ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও ন.ফ. সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াছিন ফরহাদ, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক সফিকুর রহমান বাদল, যুগ্ম আহবায়ক মোঃ নূরে আলম মিন্টু, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেজবাউল ইসলাম ফয়সাল, যুগ্ম আহবায়ক ইলিয়াস আলী, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাইন উদ্দিন রুবেল, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনু, পৌরসভা শ্রমিক দলের সভাপতি মোঃ বাবুল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ হাবু মিয়া, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহবায়ক মোঃ মঈন, উপজেলা ছাত্রদল নেতা নুরুন্নবী মহসিন, সাখাওয়াত হোসেন, বিএনপির নেতা সাংবাদিক আবুল হোসেন বাবুল, কান্দিরপাড় ইউনিয়ন যুবদলের নেতা মোঃ দুলালসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের যুবদলে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।