বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
জাহিদ দুলাল, ভোলাঃ
সারা দেশে জেঁকে বসেছে শীত। উত্তরা হাওয়া দিনকে দিন বেড়েই চলেছে। কনকনে শীতে কাঁপছে সারা দেশ। এতে চরম বিপাকে পড়েছে গবীর, অহসায় ও ছিন্নমূল শীতার্ত মানুষেরা।
এসব গরীব ও ছিন্নমূল মানুষের পাশে দাড়াতে গভীর রাতে কম্বল নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটছেন ভোলার লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।
মঙ্গলবার গভীর রাতে হঠাৎ করে লালমোহন পৌরশহরের চৌরাস্তাসহ শহরের বিভিন্ন এলাকায় অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে ইউএনও‘র নিজ হাতে কম্বল বিতরণ করতে দেখা গেছে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত অসহায় দরিদ্র এবং প্রকৃত ছিন্নমূল মানুষের মধ্যে তাদের শীতের কস্ট লাগবের জন্য তাদের কাছে গিয়ে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল পাওয়া একাধিক শীতার্ত অসহায় ছিন্নমূল ব্যক্তি বলেন, শীত আগের তুলনায় এখন অনেক বেড়ে গেছে। উত্তরালী বাতাস বেড়ে গেছে এজন্য কনকনে শীত লাগছে।
গত দুই দিন পর্যন্ত সূর্যের দেখা যায়নি। এই কনকনে শীতের মধ্যে কম্বল পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে।
ফ্রি কম্বল পাওয়ায় অন্তত শীত থেকে নিজেদেরকে আরেকটু ভালোভাবে রক্ষা করতে পাবর। অনেকে আবেগ আপ্লুত হয়ে বলেন, বিশ্বাস করতে কস্ট হচ্ছে এত গভীর রাতে ইউএনও আমাদেরকে কম্বল দিয়েছেন।