গভীর রাতে সড়ক গাছ ফেলে ডাকাতি
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা লালমাই উপজেলায় বুধবার (৫ মার্চ) দিবাগত রাত অনুমান সাড়ে তিনটার দিকে ভূলইন দক্ষিণ ইউনিয়নের কলমিয়া ঈদগাহ সংলগ্ন সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। এই নিয়ে কয়েকবার ডাকাতির ঘটনা ঘটেছে একই স্থানে।
কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কের লালমাই উপজেলার কলমিয়া গ্রামের প্রবাসী পরিবার ও কলমিয়ায় কাপড় ব্যবসায়ীর গাড়িসহ অন্তত পাঁচটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের এলোপাতাড়ি মারধরে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে দুটি টিআরএক্স মাইক্রোবাসে থাকা চারজন কাপড় ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৯ লক্ষাধিক টাকা, প্রবাসী পরিবারের সাব্বির নামে একজনের কাছ থেকে ১টি আইফোন, নগদ ১৫ হাজার টাকা, একটি প্রাইভেটকার ও দুটি মালবাহী ট্রাকের চালক ও যাত্রীসহ প্রত্যেকের ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কলমিয়া ঈদগাহ সংলগ্ন সড়কের উপর গাছ কেটে ফেলে রাখে ডাকাতরা। তারা প্রথমে একটি টিআরএক্স মাইক্রোবাস আটকে রাখে। এতে কিছু সময়ের মধ্যেই আরো একটি মাইক্রোবাস, প্রাইভেটকার, মালবাহী ট্রাকসহ মোট ৫টি গাড়ি আটকা পড়ে। মাত্র ১ ঘন্টার ব্যবধানে সবগুলো গাড়িতে ডাকাতি করে চলে যায় ডাকাতরা। গাড়ির দরজা খুলতে দেরি করায় কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয় এবং যাত্রীদের মারধর করা হয়। ডাকাত দলে ১০ থেকে ১২ জন সদস্য ছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
ডাকাতির কবলে পড়া কলমিয়া গ্রামের সাব্বির নামে একজন বলেন, “আমার ভাই প্রবাস থেকে দেশে ফিরছেন তাই তাকে রিসিভ করতে রাত সাড়ে তিনটার দিকে একটি মাইক্রোবাস ভাড়া করে এয়ারপোর্টের উদ্দেশ্যে বাসা থেকে বের হই। কলমিয়া ঈদগাহ এলাকায় পৌঁছাতেই দেখি রাস্তায় গাছ পড়ে আছে। গাড়িটা থামাতেই তারা আমাদের কাছে এসে মারধর করে। টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। আমার ভাতিজির কানের দুল নিয়ে যায়। ডাকাতদের অস্ত্রের কোপে আরেকটি মাইক্রোবাসের একজন ব্যবসায়ী যাত্রীর মাথা ফেটে গুরুতর আহত হয়। সবগুলো গাড়ির অন্তত ছয়জন আহত হয়েছেন। পরে আমাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়। পরে আশেপাশের কয়েকটি মসজিদে গিয়ে দেখি সবগুলো মসজিদে তালা মারা। এরপর ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে পুলিশকে জানালে তারা খাবার খেয়ে আসবে বলে কলমিয়া রোডে না এসে কাশিনগর রোডে চলে গেছে। আমরা প্রশাসনের কোনো সহযোগিতা পাইনি।”
এর আগে গত শনিবার (৪ জানুয়ারি) একই স্থানে মাইন উদ্দিন নামে একজন প্রবাস ফেরতের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সেসময় ডাকাতরা ওই প্রবাসীর ২টি লাগেজ, ১টি ব্রিফকেস, ৫টি মোবাইল ও নগদ ২০ হাজার টাকা লুট করে নেয়।
এ বিষয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, গত (বুধবার) রাত সোয়া তিনটার দিকে এএসআই রেদোয়ান এর নেতৃত্বে পুলিশের একটি টিম কলমিয়া রোডে টহল দিয়ে আসার পরপরই সাড়ে তিনটার সময় এই ঘটনা। ঘটনা শোনার পর সকালেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাথে সেনাবাহিনীর একটি টিমও ছিল। বিষয়টি আমরা খুব সিরিয়াসলি দেখছি। মামলা হবে এবং আসামিও গ্রেফতার করা হবে। পুলিশের টহল টীম রাতে কাজ করে কিনা জানতে চাইলে, তিনি বলেন পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে।
Post Views: ৫৮