গাইবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট
হয়ে ট্রলী চালক নিহত !
এবি সিদ্দিক, গাইবান্ধাঃ
গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কে পাথর বোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিমুল মিয়া (২০) নামে ট্রলী চালক নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম রেজা নিলু বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে ভোরে গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের খোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আমবাগান গ্রামের বাসিন্দা।
তিনি আরো জানান, শিমুল মিয়া নিজ গ্রাম থেকে ট্রলীযোগে আলু নিয়ে জেলা শহরের দিকে আসছিল।
উক্ত স্থানে পৌঁছিলে যান্ত্রিক ত্রুটির কারণে আলু বোঝাই ট্রলী নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে।
এসময় বুড়িমারী থেকে ফুলছড়ির উপজেলার ভরতখালীগামী পাথর বোঝাই একটি ট্রাক ট্রলীটিকে পিঁছন থেকে ধাক্কা দেয়। এতে শিমুল মিয়া ছিটকে সড়কের ওপর পরে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর থানা পুলিশে হস্তান্তর করে।
সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।
https://www.songbadtoday.com/?p=85754
Post Views: ৫৮