বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে বিদ্যুৎস্পৃষ্টে হাফেজ মো. জাকির হোসেন (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৮ মে (রোববার) দুপুরে উপজেলার উত্তরদা ইউনিয়নের রামপুর গ্রামে। নিহত ওই শিক্ষক রামপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি রামপুর দারুসূন্নাত দ্বীনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং হেফজ্ বিভাগে শিক্ষকতা করতেন।
পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে হাফেজ মো. জাকির হোসেন বাড়ির পাশে একটি গাছের ডাল কাটছিলেন। ওই গাছের ওপর দিয়ে বয়ে গেছে একটি বৈদ্যুতিক লাইন। হঠাৎ ওই বৈদ্যুতিক লাইনের তারের সঙ্গে কাটা ডালটি লাগলে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত হাফেজ মো. জাকির হোসেন তিন সন্তানের জনক।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান।
তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।