সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ সোহরাব উদ্দিন মন্ডল, গাজীপুরঃ
গাজীপুর মহানগরীর কাশিমপুরে ছিনতাইয়ের প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
পুলিশ জানায়,বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবা পূর্ব রাত ০২.২৫ ঘটিকার সময় এসআই আরিফ হোসেন সংগীয় ফোর্স সহ রাত্রী কালীন মোবাইল ডিউটি করাকালীন মহানগরীর ৫নং ওয়ার্ডের সুরাবাড়ী দেওয়ানবাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ছিনতাইয়ের প্রস্তুতি কালে মোঃ রিফাত ওরফে ইমরান(৩০) কে ধৃত করি এবং তার সাথে থাকা অপর ০৩ জন দৌড়ে পালাইয়া যায়।
পরে ধৃত আসামী মোঃ রিফাত ওরফে ইমরান(৩০) কে তল্লাশী কালে তার কোমরে গোজা অবস্থায় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ০১ টি স্টিলের টিপ চাকু, নাম্বার বিহীন ০১ টি কালো রংয়ের YAMAHA FZ-V3 মোটর সাইকেল, ০১ টি লাল রংয়ের BAJAJ BOXER মোটর সাইকেল, এবং ০১ টি স্টিলের হলুদ বাট যুক্ত চাকু, উদ্ধার করা হয়।
আটকের বিষত নিশ্চিত করে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ‘আটককৃত আসামী সহ অন্যান্য পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।’