গুরুদাসপুরে নবাগত
ইউএনও’র যোগদান
রাশিদুল ইসলাম, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে নবাগত ইউএনও ফাহমিদা আফরোজ যোগদান করেছেন।
বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী ইউএনও সালমা আক্তার।
তিনি বদলিজনিত কারণে সিলেটে যোগদান করবেন।
জানা যায়, নবাগত ইউএনও ফাহমিদা আফরোজ কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে পদায়ন হয়ে গুরুদাসপুর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণ করে জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
এদিকে মানবিক দৃষ্টিভঙ্গি, দায়িত্বশীলতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের জন্য ইউএনও সালমা আক্তারের প্রশংসা করেছেন বিভিন্ন শ্রেণির মানুষ।
এসময় সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মীসহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।