গৌরীপুরে মাদক বিরোধী অভিযানে ২জনের কারাদণ্ড
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
১৩ মে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর উপজেলার স্টেশন রোড এলাকায় উপজেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে ইয়াসিন আরাফাত ও সোহানুর রহমান নামের দুই মাদকসেবীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
আদালত পরিচালনা করেন গৌরীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা।
অভিযানে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সাব-ইন্সপেক্টর কানিজ ফাতেমা ও তার টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত গৌরীপুর গড়তে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
প্রশাসন আরও অনুরোধ জানিয়েছে, মাদক সংশ্লিষ্ট কোনো তথ্য থাকলে তা জানাতে, প্রয়োজনে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
Post Views: ৫৩