শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
মাগুরায় শিশুধর্ষণসহ সারাদেশে ধর্ষণের মতো জঘন্যতম অপকর্মে জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে ফাঁসি দেয়ার দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রোববার ৯ মার্চ “ধর্ষণ-নিপীড়ন আর নয়” স্লোগানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে।
বক্তরা বলেন, মাগুরায় একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। বাসে-ট্রেনে, লঞ্চে চলছে ধর্ষণের মতো জঘন্যতম ঘটনা।
এধরণের ধর্ষণে জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৭দিনের মধ্যে বিচারকার্য শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
দৃষ্টান্তস্থাপন করতে না পারলে সারাদেশে চলমান ধর্ষণের ট্রেনের ব্রেক চাপা সম্ভব নয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ।
সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
বক্তব্য রাখেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, উদীচী সংসদ গৌরীপুর শাখার সাবেক সভাপতি পলাশ মাজহার, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন সোহেল, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল, গৌরীপুর রির্পোটার্স ক্লাবের সাবেক সভাপতি মহসিন মাহমুদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সহসভাপতি মহসীন মিয়া, যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন দাস, সম্পাদক রুহুল্লাহ, গণ্যমান্য ব্যক্তি মো. রইছ উদ্দিন, সাংবাদিক মাহফুজুর রহমান, শামীম আনোয়ার প্রমুখ।
গৌরীপুরে শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১১ তম বার্ষিক প্রতিবেদন