বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ১০ মার্চ রবিবার বিকাল ৩টায় তিন দিন ব্যাপি কৃষি মেলা উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে বণ্যাঢ্য র্যার্লী শেষে কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আন্জুম পপি। পরে অতিথিবৃন্দ কষি বিষয়ক বিভিন্ন স্টল পরির্দশন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, পৌর প্যানেল মেয়র নাজিম উদ্দিন, বোকাইনগর ইউপির সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ হাবিব।
পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় পাবলিক হলে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।
বক্তব্য রাখেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আন্জুম পপি।
বিশেষ অতিথি গৌরীপুর থানার অফিসার্স ইন চার্জ সুমন চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাসেম প্রমুখ। আগামী ১২ মার্চ কৃষি মেলা শেষ হবে।
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নৈশ ভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত