বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মো. হুমায়ুন কবির,গৌরীপুর:
প্রতিনিধি ময়মনসিংহের গৌরীপুর “অর্থকারী ফসল চাষে,অর্থ পুষ্টি দুই-আসে”পদিপাদ্যকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপি কৃষিমেলা সম্পন্ন হয়েছে।
কৃষি কার্য্যালয় প্রাঙ্গনে রবিবার ২৪ জুলাই এ মেলা শুরু হয়ে ২৬ জুলাই মঙ্গলবার সমাপনি অনুষ্টানে মেলায় অংশ গ্রহনকারী বিজয়িদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
বিকাল ৪ টায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লৎফুন্নাহারের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামান প্রধান অতিথি হয়ে বিজয়িদের মাঝে পুরস্কার প্রদান করেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন চন্দ্র সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন,অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম রব্বানী,সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, গ্রীন নার্সারীর মালিক কাজী মাহমুদ,বেসরকারী সংস্থা বন্ধু ফাউন্ডেশনের ম্যানেজার আহসান হাবিব,এ্যাডরা বাংলাদেশের সুপারভাইজার এনামুল হক প্রমুখ।