গ্র্যান্ড কুমিল্লা হোটেল এন্ড
পার্টি সেন্টার উদ্বোধন
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডে (লাকসাম রোড) চালু হয়েছে গ্র্যান্ড কুমিল্লা হোটেল এন্ড পার্টি সেন্টার নামে একটি আধুনিক ও রুচিসম্মত বাংলা রেস্টুরেন্ট।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে লাকসাম রোডের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন চারু ব্রাদার্স সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোয়া-মোনাজাত ও ফিতা কাটার মধ্য দিয়ে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক ফরহাদ উদ্দিন বাবু।
এসময় তিনি বলেন, পদুয়ার বাজার বিশ্বরোড ছাড়াও লাকসাম রোডে যাতায়াতকারী সকল ভোজন প্রেমীরা সাধ্যের মধ্যে স্বল্প মূল্যে এখানে সকল ধরনের বাংলা খাবার খেতে এবং বিয়ে, সুন্নতে খাতনা সহ যেকোনো অনুষ্ঠানের জন্য খাবার অর্ডার করতে পারবে।
আমরা কাস্টমারদের কথা চিন্তা করে সকল খাবারে সর্বনিম্ন দাম নির্ধারণ করেছি, যাতে সব শ্রেণী পেশার মানুষ আমাদের রেস্টুরেন্টে এসে খেতে পারে। আমার লন্ডন প্রবাসী বড় ভাইয়ের অনুপ্রেরণায় আমি রেস্টুরেন্ট ব্যবসায় এসেছি।
তিনি সবসময় বলতেন, তুমি মানুষের খাবারের দায়িত্বটা নাও, তোমার চিন্তা আল্লাহপাক করবে। সেজন্যই আমি লাভের চেয়ে সকল খাবারে সর্বনিম্ন মূল্য নির্ধারণ করেছি।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক আবুল কালাম আজাদ খোকা, লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারী ইমাম হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, প্রবীণ সাংবাদিক এম ফিরোজ মিয়া, ২২নং ওয়ার্ড স্বোচ্ছাসেবকদল নেতা হান্নান মজুমদারসহ রেস্টুরেন্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীরা।
https://www.songbadtoday.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95/
Post Views: ৩৫