শনিবার (১৩ জুলাই ২০২৪) বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন কর্তৃক বিআরটিএ নিবন্ধিত অটোরিক্সা-অটো টেম্পু, টেক্সিক্যাব, হিউম্যান হলার জাতীয় গাড়ি সমূহের পরিবহন শ্রমিকদের নানাবিধ সমস্যা, হয়রানি-নির্যাতন, পেশাগত অধিকার রক্ষা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে করণীয় সাংগঠনিক ভূমিকাশীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম।
এ সময় এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম বলেন, হাইওয়ে পুলিশের সেবা সহজিকরণ ও সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে।
এ সময় তিনি আরো বলেন, হাইওয়ে পুলিশ দ্বারা কেউ যদি হয়রানির শিকার হয় অথবা কারোর কাছে কোন অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবেই মোবাইল ফোনে অথবা লিখিত ভাবে জানানোর জন্য বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোরিকশা ফেডারেশনের বিভিন্ন পর্যায়ে নের্তৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব, সরকারি কর্মকর্তাবৃন্দ, এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।