চাঁদপুরসহ সকল নৌ রোডে
লঞ্চ চলাচল স্বাভাবিক
মানিক দাস, চাঁদপুরঃ
কোটা আনন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে সারেদেশের মতো চাঁদপুর উত্তাল হয়ে উঠলে সকল বড় যানবাহনের পাশাপাশি চাঁদপুরের নদী পথে চলাচলকারী সকল নৌ যান চলাচল বন্ধ রাখার পর এখন তা চলাচল স্বাভাবিক হয়েছে। যাত্রী থাকার পরও গত ক দিন ধরে চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-দক্ষিণাঞ্চল নৌ পথে সকল ধরনের নৌ যান চলাচল স্বাভাবিক হয়েছে।
গতকার ১৬ আগস্ট শুক্রবার দুপুর ১ টায় চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটে দিয়ে দেখা যায় পূর্বের মতো লঞ্চ চলাচল করছে।
লঞ্চঘাটের পরিবহন পরিদর্শক আব্দুর রহমান জানান,যাত্রী কিছুটা কম। তারপরও পূর্বের ন্যায় চাঁদপুর লঞ্চ ঘাট থেকে লঞ্চ চলাচল করছে। এক কথায় বলা চলে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ সকাল থেকে চাঁদপুর থেকে ঢাকার সদরঘাটের উদ্যেশে ১২ টি লঞ্চ ছেরে গেছে। এগুলো হলো জামাল ৪, সোনারতরী ৩, ঈগল ৩, আল বোরাক , ঈগল ৯, বোগদাদিয় ১৩, রহমত, শরিয়তপুর ১, আবে জমজম ৭, দ্বিপরাজ ৪ যাত্রী নিয়ে চাঁদপুর থেকে ঢাকার সদরঘাটের উদ্দেশ্য ছেড়ে গেছে।
ঢাকা থেকে যাত্রী নিয়ে চাঁদপুর লঞ্চ ঘাটে এসেছে ইমাম হাসান, সোনারতরী ২, সেভেন সী, বোগদাদীয়া ৭, আওয়লাদ ৪, দ্বীপরাজ ৪।
https://www.songbadtoday.com/?p=92325
Post Views: ৫৪