চাঁদপুরে ইছলী রহমানিয়া দরবার
শরীফে খেলাফত দিবস পালিত
মানিক দাস, চাঁদপুরঃ
২২ ফাল্গুন মুর্শিদ কেবলা’র খেলাফত দিবস উপলক্ষে সারারাত ব্যাপী জিকি, আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ মার্চ বুধবার (২২ ফাল্গুন) রাত ১০টা থেকে শুরু হয়ে সারারাত অনুষ্ঠান চলছে। পৌর সভার ১১নং ওয়ার্ড (কোল্ড ষ্টোরেজ) ইছলী খানকায়ে চিশতিয়া রহমানিয়া দরবারে শরীফে খেলাফত দিবস উপলক্ষে পীর সাহেবের সূফী সাধন হযরত খাজা মোশাররফ হোসেন চিশতী শুবাবা (রহঃ) এর জীবনী নিয়ে আলোচনা, ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত মুর্শিদ কেবলা’র খেলাফত দিবসের সভাপতিত্ব করেন-চাঁদপুর খানকায়ে চিশতিয়া রহমানিয়া দরবার শরীফে খাদেম মােঃ হান্নান চিশতি অনুষ্ঠানের ওয়াজ করেন-মাওলানা মিজানুর রহমান চিশতী, পীর সাহেব ছোট জামাতা এডঃ হাসানুর রহমান , আলোচনা করেন-মাওঃ জামাল পাটওয়ারী, মােঃ দলিলুর রহমান ভূইয়া চিশতি, চাঁদপুর জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল চিশতি, রফিক চিশতি, মিজানুর রহমান চিশতী, লোকমান চিশতি ,ইব্রাহিম চিশতি, সাওার তালুকদার।
এর পর মধ্য রাতে শুরু হয়েছে সামা সংগীত। বিভিন্ন অঞ্চল থেকে আগত বাউল শিল্পীরা চাঁদপুর খানকায়ে চিশতিয়া রহমানিয়া দরবার শরীফে শত শত ভক্ত বৃন্দ আশেখানদের মাতিয়ে গেলেন। সবশেষে শত শত ভক্ত বৃন্দ আশেখানদের মাঝে তিবারুক বিতরণ করেন।
https://www.songbadtoday.com/?p=82565
Post Views: ১০৭