চাঁদপুরে উপজেলা নির্বাচন উপলক্ষে
ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
মানিক দাস, চাঁদপুরঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি) উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ১৯ মে রবিবার চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত এর সঞ্চালনায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন( চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি) উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার বলেন, উপজেলা নির্বাচন উপলক্ষে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)রাশেদুল হক চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল)মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ রিজওয়ান সাঈদ জিকুসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ ।
https://www.songbadtoday.com/?p=86553
Post Views: ৭৮